বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, আ. লীগের একাংশকে সন্দেহ লতিফের
চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ দাবি করেছেন, তিনি নিজের শরীরের ছবির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডল জুড়ে দেননি। কাজটি যে করেছে তিনি তাকে শনাক্ত করার চেষ্টা করছেন। শনাক্ত করতে পারলে শাস্তির ব্যবস্থা করবেন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংসদ সদস্য এম এ লতিফ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে সৃষ্ট বিভ্রান্তি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার।
এম এ লতিফ বলেন, ‘ফেসবুকে আমি দেখলাম আমার শরীরের একটি অংশ জুড়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুখমণ্ডলের সঙ্গে। এ কাজটি যে করেছে, তার শাস্তির জন্য আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভ্রান্তি কাটার জন্য আমাকেই এ কাজটি করতে হবে। তাকে ধরিয়ে দিতে হবে। এটাই আমার মূল কথা।’
সংসদ সদস্য বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোথাও কোথাও আমার ছবিতে জাতির জনকের মুখমণ্ডল স্থাপন করে আমার বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির যে অভিযোগ করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এ জাতীয় গর্হিত কাজ করার প্রশ্নই ওঠে না।’
এম এ লতিফ আরো বলেন, ‘আমি আমার শরীরকে বঙ্গবন্ধুর মাথার সঙ্গে জুড়ে আমার কোথায় কী বেনিফিট রয়েছে, আপনারা তো সবাই শিক্ষিত সমাজ, আপনাদের বিবেক জাগ্রত, এ প্রশ্নটি আপনাদের কাছে রইল। কারণ আমি নিজের ফটো যেখানে দিতে পারি। বঙ্গবন্ধু আমার নিচের অংশ, লক্ষ লক্ষ মানুষ কারো চোখে পড়েনি, আমি নিজেও খেয়াল করিনি।’ তিনি আরো বলেন, ‘এ গর্হিত কাজ কী কারণে আমি করব।’
এম এ লতিফ দাবি করেন, নগর আওয়ামী লীগের একটি অংশ সাত বছর ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবে এ ঘটনা হয়েছে কি না, তা তদন্ত করে বের করে আনার কাজ শুরু করছেন তিনি। এ ঘটনার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সব নেতাকর্মীর কাছে দুঃখ প্রকাশ করেন এম এ লতিফ।