গাইড বই কিনতে মাদ্রাসার নোটিশ!
পাবনার বেড়া উপজেলার পাঁচুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাখাওয়াত হোসেন তাঁর মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের ‘আল-বারাকা’ নামক একটি প্রকাশনা সংস্থার গাইড ও নোট বই কেনার জন্য লিখিত নোটিশ করেছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, নোট ও গাইড নিষিদ্ধ সত্ত্বেও গত ২১ জানুয়ারি ওই লিখিত নোটিশ দিয়েছেন মাদ্রাসা সুপার। এ ছাড়া গাইড ব্যবহারের জন্য মাদ্রাসা সুপার শ্রেণিকক্ষের শিক্ষকদের দিয়ে চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসা সুপার তাঁর লিখিত নোটিশে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির বরাত দিয়ে এ গাইড বই ক্রয়ের জন্য ছাত্রছাত্রীদের চাপ দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, মাদ্রাসা সুপার এবং ব্যবস্থাপনা কমিটি এক লাখ টাকা উপঢৌকন হিসেবে পেয়েছেন ‘আল-বারাকা’ প্রকাশনার কাছ থেকে। প্রকাশনা সংস্থার প্রতিনিধি রহিম মোল্লা জানিয়েছেন, মাদ্রাসার শিক্ষক সমিতির তহবিলের জন্য আরো কিছু টাকা মাদ্রাসা সুপারের হাতে দেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে মাদ্রাসা সুপার সাখাওয়াত হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।