অপহৃত স্কুলছাত্র উদ্ধার, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ থেকে অপহরণের চারদিন পর পাবনা থেকে স্কুলছাত্র ওসমানকে (১৩) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চাটমোহর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধারের সময় ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আলিশপুর গ্রামের হাজি সিরাজুল ইসলামের ছেলে ওসমান স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার মহরমখালী গ্রামের মহরম হোসেন ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখপাড়া গ্রামের রাজু। মহরম চাটমোহর পৌর ছাত্রলীগের সদস্য।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. নাসিম জানান, আসামিরা গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার ওসমানকে নাচোল থেকে অপহরণ করে নিয়ে প্রথমে পাবনার ঈশ্বরদী এবং পরে চাটমোহরে নিয়ে আসেন। এরপর তাঁরা ওসমানের বাবা সিরাজুল ইসলামের মুঠোফোনে ফোন করে তার মুক্তিপণ দাবি করেন। তিনি নাচোল থানায় একটি অপহরণ মামলা করেন। আজ বিকেলে র্যাব চাটমোহর রেলস্টেশনের পূর্ব রেলগেট এলাকা থেকে স্কুলছাত্র ওসমানকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসআই আরো বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন পেশাদার অপহরণকারী এবং তারা দীর্ঘদিন ধরে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।’ মহরম হোসেনের বিরুদ্ধে নাটোর সদর থানায় আরো একটি অপহরণ মামলা রয়েছে বলেও জানান তিনি।