অবশ্যই সাগর-রুনি হত্যার বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব সদস্য কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক।
আজ বুধবার দুপুরে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সে যেই হোক। কোনো পুলিশ সদস্য দুষ্কর্ম করলে তাকেও আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দু-একজন পুলিশ দুর্নীতি ও দুষ্কর্মে জড়িত থাকতে পারে, কিন্তু তার জন্য সমগ্র পুলিশ বাহিনীকে দোষ দেওয়া ঠিক হবে না। আপনারা আগে দেখুন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তাদের সাসপেন্ড করছে, ক্লোজ করছে, অভিযোগ ইনকয়ারি করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এখন এ হত্যাকাণ্ডের তদন্তভার র্যাবের কাছে রয়েছে। হাইকোর্টের দিকনির্দেশনা অনুযায়ী র্যাব কাজ করছে। তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে আশা করা যায়, আমরা একটা ভালো ফলাফল পাব। তখন আমরা জানতে পারব এর পেছনে কী ছিল? কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কেন, কী উদ্দেশ্যে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমি আশাবাদী।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে আমার নির্বাচনী এলাকায়। এই নির্মম হত্যাকাণ্ড দেখে আমি নিজেও স্থির ছিলাম না। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার হবে না, তদন্ত হবে না-এটা অত্যন্ত কষ্টকর, আমাকে পীড়া দিচ্ছে। আমি চাই অবশ্যই এ হত্যাকাণ্ডের বিচার হোক।’
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নন্দলাল পার্শী, জেলা কৃষক লীগের সভানেত্রী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী এপিপি প্রমুখ।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরে ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস অফিসের উদ্বোধন শেষে ওই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।