মিল্কভিটা খামারিদের প্রতিবাদ সমাবেশ
দুধের মূল্য কেজিপ্রতি দুই টাকা কমানোর প্রতিবাদে এবং বর্তমান পরিচালনা পরিষদের অপসারণ দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছেন পাবনার বাঘাবাড়ী মিল্কভিটা সমবায়ী খামারিরা। আজ শনিবার দুপুরে ফরিদপুর উপজেলার জয়েনউদ্দিন ডেমরা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেমরা সমবায়ী খামারি সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সমবায়ী মো. গোলাম মওলা, রুহুল আমীন মাস্টার, জাহেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাঁথিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন বেবী, জহুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করে সমবায়ী খামারিদের কাছ থেকে কোটাভিত্তিক দুধ নেওয়ার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, গোখাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে দুধ উৎপাদনে খরচ বেড়ে গেছে। এদিকে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম কেজিপ্রতি দুই টাকা কমিয়ে দিয়েছে। এতে খামারিদের পথে বসতে হবে।
প্রতিবাদ সমাবেশে পাবনা ও সিরাজগঞ্জের ৭১৩টি সমবায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।