গরুর হাট স্থানান্তরে পৌরবাসীর স্বস্তি
কুমিল্লার চান্দিনা পৌরসভা সদর থেকে পৌর কর্তৃপক্ষ গরু বাজার স্থানান্তর করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পৌর এলাকার সর্বস্তরের জনগণের ভোগান্তি কমেছে বলে মত প্রকাশ করেছেন স্থানীরা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জনগণের অসুবিধার পরিপ্রেক্ষিতে চান্দিনা বাজারে এ গরুর হাট আধা কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। এতেও নানা অভিযোগ ছিল পৌরবাসীর। অবশেষে পৌরসভার প্রাণকেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে বিশ্বাস গ্রামে হাটটি সরিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় পশু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চান্দিনা বাজার থেকে বিশ্বাস গ্রামে গরুর বাজার সরিয়ে নেওয়ায় দূরে হয়েছে ঠিকই, তবে আগের চেয়ে বেশি জায়গা পাওয়া গেছে।
আমির হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘খোলামেলা জায়গায় হাট বসায় আমাদের এখন ঠাসাঠাসি করতে হয় না। তবে ঝড়-বৃষ্টির হাত থেকে ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষার জন্য আশ্রয় শেড তৈরি করা দরকার।’
এদিকে, বাজার কমিটির আহ্বায়ক মো. আবদুর রব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গরুর হাট স্থানান্তর করার জন্য জমি খুঁজছিলাম। অবশেষে পৌরসভার ভেতরে হলেও পৌরসভা সদর থেকে তিন কিলোমিটার দূরে হওয়ায় পৌরবাসীর কোনো অসুবিধা হবে না বলে আমরা আশাবাদী।’