ট্রাইব্যুনাল থেকে মোহাম্মদ আলী সাময়িক বরখাস্ত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি বিষয়টি নিশ্চিত করেছে।
গত রোববার শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ এবং গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনমন্ত্রীর কাছে চিঠি পাঠান আইসিটির চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে আটক সংসদ সদস্য এম এ হান্নানের জামিনের বিনিময়ে ট্রাইব্যুনালের এক বিচারপতিকে টাকা দেওয়ার প্রস্তাব দেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। পরে ওই বিচারপতি চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। তবে এ বিষয়ে সরাসরি কেউ মিডিয়াতে কথা বলতে রাজি হননি।
চিফ প্রসিকিউটর গত ৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা থেকে প্রত্যাহার করে অফিস আদেশ জারি করেন। আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব কার্যক্রম থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।