আজ থেকে কার্যকর ট্রেনের বাড়তি ভাড়া
গত ২০ বছরের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ানো রেলের ভাড়া কার্যকর করা হয়েছে। আজ শনিবার থেকে দেশের সব রেলপথে যাত্রী ও মালবাহী ট্রেনের ভাড়া কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে জানান, আজ থেকে রেলের নতুন ভাড়া কার্যকর হয়েছে। আগের ভাড়ার চেয়ে ৭.৮ শতাংশ হারে বেড়েছে এই ভাড়া। রেলওয়ের সেবার মান আরো বাড়াতে ভাড়া বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
চার-পাঁচ দিন আগে থেকেই দেশের সব রেলস্টেশনে বাড়তি ভাড়াসহ ট্রেনের টিকেটের দামের তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া নিয়ে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে দাবি করেন রেলওয়ের মহাপরিচালক।
রেলওয়ের সূত্র অনুযায়ী, ঢাকা চট্টগ্রাম পথে শোভন শ্রেণির ভাড়া ২৬৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ টাকা। শোভন চেয়ারের ভাড়া ৩২০ থেকে বেড়ে ৩৪৫ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচের ভাড়া ৬১০ থেকে বেড়ে ৬৫৬ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত বার্থের ভাড়া এক হাজার ৯৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ টাকা।
ঢাকা-সিলেট রুটে শোভন শ্রেণির ভাড়া ২৬৫ থেকে বেড়ে ২৮৫ টাকা, শোভন চেয়ারের ভাড়া ৩২০ থেকে ৩৪০ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত কোচের চেয়ারের ভাড়া ৬১০ থেকে থেকে বেড়ে হয়েছে ৬৫৬ টাকা।
ঢাকা-খুলনা রুটে শোভন শ্রেণির ভাড়া ৩৯০ থেকে বেড়ে ৪২০ টাকা, শোভন চেয়ারের ভাড়া ৪৬৫ থেকে বেড়ে ৫০৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ৮৯১ থেকে বেড়ে ৯৬১ টাকা এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৫৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৭৩১ টাকা।
এর আগে ২০১২ সালে ২০ বছর পর প্রথম ভাড়া বাড়ায় সরকার। বিভিন্ন মহল থেকে আপত্তি-সমালোচনার পরেও সেবার প্রতি কিলোমিটারে ট্রেনের ভাড়া ২৪ থেকে ৩৬ পয়সা করে বাড়ানো হয়।