সীমান্তে মাদক তৈরি বন্ধ করবে ভারত ও মিয়ানমার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বাংলাদেশের সীমান্ত এলাকায় মাদক তৈরি বন্ধ করবে ভারত ও মিয়ানমার। তিনি বলেন, ‘আমরা কোনো মাদক তৈরি করি না বাংলাদেশে। আমরা তার কুফল, ছোবলের কাছ থেকে রেহাই পাচ্ছি না।’
আজ শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার ইয়াবা তৈরি করে, ভারত তৈরি করে ফেনসিডিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তো করছেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করছে। আমরা তাদের অনুরোধ করেছি। তারা সম্মত হয়েছে। এই ইয়াবা তারা সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেবে। ভারত কথা দিয়েছে, সীমান্ত এলাকায় ফেনসিডিল তৈরি বন্ধ করে দেবে।’
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এ সমস্যা মোকাবিলায় দেশের ১৬ কোটি মানুষকেই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আবির্ভূত হতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ।
হবিগঞ্জে শিশু হত্যা : শিগগিরই পুলিশ জানাবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, শিগগিরই হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যার পেছনের কাহিনী জানা যাবে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ প্রথম দিনই কয়েকজনকে ধরেছে, র্যাবও একজনকে ধরেছে। তারা তাদের অপকর্মের কথা ১৬৪ ধারার মাধ্যমে স্বীকার করেছে। কাজেই এটা উদঘাটিত হয়ে গিয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এর মূল কাহিনী খুব শিগগিরই জনগণকে বলবেন।’