কুমিল্লায় দুই শিশুহত্যা, সৎভাই ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লার ঢুলিপাড়ায় দুই শিশুহত্যা মামলার আসামি ও তাদের সৎভাই সফিউল ইসলাম ছোটনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ ও কুমিল্লা সদর গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকার মালিবাগে অবস্থিত টুইন টাওয়ারের সামনে থেকে ছোটনকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সকালে কুমিল্লার পুলিশ সুপার মো. আবিদ হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামি গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করেন।
মো. আবিদ হোসেন জানান, কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলীপাড়ায় অবস্থিত দক্ষিণ রসুলপুরে দুই শিশুকে হত্যা মামলার আসামি ঘটনার পর থেকে পলাতক ছিল। তিন দিন পর গতকাল রাতে সফিউল ইসলাম ছোটনকে যৌথ অভিযানের মাধ্যমে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢুলীপাড়ার দক্ষিণ রসুল এলাকার আবুল কালামের বাড়ি থেকে জয় ও মনি নামের দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু দুটির গলায় আঙুলের ছাপ দেখে পুলিশ ধারণা করছে, শিশুদের গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
এর আগে শিশু দুটির বাবা আবুল কালাম জানিয়েছেন, তাঁর প্রথম সংসারের বড় ছেলে ছোটন ও ছোটনের মা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।