গণমাধ্যমের স্বাধীনতার সীমা থাকা উচিত
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বিচার বিভাগ নিয়ে আলোচনা হয়। সে আলোচনার একটা মাত্রা বা সীমা থাকা উচিত।
আজ বুধবার দুপুরে সিলেট আদালতে ‘ডিজিটাল উইটনেস ডিপোজিশন সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।
এ ব্যবস্থার মাধ্যমে বিচার বিভাগ সংশ্লিষ্ট কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতের পাশপাশি মামলাজট উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে বলে মনে করেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে এস কে সিনহা বলেন, ‘অনেক মিডিয়াতে অনেক কিছু দেখি। বেশ বিভিন্ন কিছু টকশো আমরা রাত্রে হলেই এই মিডিয়াতে টকশোর আলোচনা হয়। কিছু কিছু মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে বিচার বিভাগ নিয়ে আলোচনা হয়।’
‘আমি আজকের এই অনুষ্ঠানে সবাইকে বলতে চাই যে, আমাদের মিডিয়া বা আমাদের লিবার্টি (স্বাধীনতা), এই লিবার্টি আমাদের আছে। কিন্তু আর্টিকেল থার্টি নাইন (সংবিধানের ৩৯ অনুচ্ছেদ) এটা কিন্তু সাবজেক্ট টু ল। এটা একেবারে আনলিমিটেড লিবার্টি দেয়নি।’
‘আর আমাদের দেশে বা পৃথিবীর যেকোনো দেশেই বেশি লিবার্টি জনগণের মঙ্গল নিয়ে আসে না। লিবার্টির একটা সীমাবদ্ধতা থাকা উচিত। কতদূর লিবার্টি থাকবে, এই লিবার্টির সঙ্গে কিন্তু জনসাধারণের কমন গুড (সাধারণ মঙ্গল), এটার একটা সম্পর্ক আছে।’