ব্লগার রাজীব হত্যা: বিচার শুরুর নির্দেশ আদালতের
ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আট আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আগামী ২১ এপ্রিল মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেন।
আসামিদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানী ছাড়া অন্যরা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসামিদের মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি রেদোয়ানুল আজাদ রানা শুরু থেকেই পলাতক রয়েছেন। অন্য ছয় আসামি হলেন সাদমান ইয়াছির মাহমুদ, ফয়সাল বিন নাঈম দীপ, এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজ।
২০১৩ সালের মার্চ থেকে আগস্টের মধ্যে সাতজনকে ও একই বছর ২ সেপ্টেম্বর জসীমউদ্দিনকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
২০১৩ সালে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।
২০১৪ সালের জানুয়ারিতে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আদালতে অভিযোগপত্র জমা দেন।