ময়মনসিংহে চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা, দুজন আহত
ময়মনসিংহে চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কায় দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন ট্রাকচালক রবিন ও তাঁর সহকারী মোফাজ্জাল। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলের স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) গাজী মোফাজ্জাল হোসেন জানান, কেওয়াটখালী রেলক্রসিংয়ে একটি বালুভর্তি ট্রাক ঢাকাগামী ৬৬ ডাউন ট্রেনের ইঞ্জিনকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে এর চালক ও হেলপার আহত হন। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় পর ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি অন্য একটি ইঞ্জিন ময়মনসিংহ জংশন স্টেশনে ফেরত নিয়ে যায়।
তবে ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা বড় আকার ধারণ করেনি বলেও মন্তব্য করেন মোফাজ্জাল হোসেন।
উল্টে যাওয়া ট্রাকটি লাইনের ওপর থাকায় লাইন বন্ধ রয়েছে। এতে ময়মনসিংহ জংশন রেলস্টেশনে আটকা পড়েছে একটি ট্রেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ করছে।