তারেক সাঈদের আবেদনের শুনানিতে বিব্রত হাইকোর্ট
নারায়ণগঞ্জের সাত খুন মামলা ও অভিযোগ গঠন বাতিল চেয়ে আসামি তারেক সাঈদের করা আবেদনের শুনানি করতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। নিয়ম অনুযায়ী এটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর পর তিনি আবেদনটির শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেবেন।
আজ সোমবার বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এস আর এম নাজমুল আহসানের বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য কার্যতালিকায় ছিল। কিন্তু দুপুর পৌনে ৩টার দিকে আদালত আবেদনটির শুনানি করতে বিব্রত বোধ করায় তা ফেরত দেন। আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন গোলাম কিবরিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি মামলা ও অভিযোগ বাতিল চেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বরখাস্ত হওয়া কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি নিম্ন আদালতে তারেক সাঈদসহ ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়। এসব মামলায় ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন।