দুই সন্তানের মৃত্যু : জবানবন্দি শেষে কারাগারে মা
রাজধানীর বনশ্রীতে শিশু দুই সন্তানের মৃত্যুর ঘটনায় মা জেসমিন মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে বিচারক জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ রোববার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লুকমান হেকিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জেসমিনকে হাজির করেন। এরপর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কিন্তু জেসমিন জবানবন্দিতে কী বলেছেন, তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিচারকের খাস কামরায় কতক্ষণ স্বীকারোক্তি দিয়েছেন, তা-ও জানা যায়নি। এর আগে দুই দফায় জেসমিনকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা মুকুল জেসমিনের জবানবন্দির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর বাসায় দুই শিশুকে এক বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। আমানুল্লাহ ও মাহফুজা মালেক জেসমিনের মেয়ে নুসরাত আমান অরণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে ও ছেলে আলভী আমান হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারিতে পড়ত।
শিশু দুটির পরিবার থেকে প্রাথমিক অবস্থায় জানানো হয়েছিল, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা জানান, মা-বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে বনশ্রীর একটি চায়নিজ রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে ঘুমানোর পর মৃত্যু হয় তাঁদের।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর কর্তৃপক্ষ জানায়, শিশু দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার পর মা জেসমিনকে আটক করে পুলিশ। পরে জেসমিনের স্বামী তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।