বিএনপির কাউন্সিলে দাওয়াত পাইনি : সৈয়দ আশরাফ
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ দাওয়াত পায়নি দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো দাওয়াত পাইনি।’
আনুষ্ঠানিকভাবে বিএনপির কাউন্সিলে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কিছু না বলেই স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের এই নেতা।
অন্যদিকে, বিএনপিকে কাউন্সিল করার যে অনুমতি দেওয়া হয়েছে তার অপব্যবহার করা হলে তাদেরকে দমন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তাঁরা আজকে তাঁদের কাউন্সিল করছেন। অন্য জায়গায় নয় একেবারে সোহরাওয়ার্দী উদ্যানে করছেন। আমাদের সরকার এত উদারভাবে সুযোগ দিয়েছে। কিন্তু এই সুযোগ যদি তাঁরা নষ্ট করেন, সুযোগের যদি অপব্যবহার করেন, তাহলে আমি বলব তখন আবার আমাদের অবশ্যই দৃঢ়ভাবে-শক্তভাবে তাঁদের মোকাবিলা করতে হবে।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে আজ অনুষ্ঠিত হয়েছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে পাঁচটি।