সুন্দর পরিবেশে ইউপি নির্বাচন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দু-একটি ছাড়া বাকিগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন। যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
কামাল বলেন, দু-একটি জায়গা ছাড়া সারা দেশের পরিস্থিতি খুব সুন্দর ছিল। দু-একটা জায়গায় যেটা হয়েছে তাতে তদন্ত কমিটি হচ্ছে। যার যার গাফিলতি ছিল, সেটা নির্বাচন কমিশন দেখছে। তারাই ব্যবস্থা নিচ্ছে।
২২ মার্চ সারা দেশে প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।