বিচারহীনতার সংস্কৃতির আরেক বলি তনু : ছাত্রদল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির আরেকটি বলি হলো সোহাগী জাহান তনু। গণতন্ত্রহীন এই দেশে আইনশৃঙ্খলার অবনতি, বিচারব্যবস্থার একচোখা নীতি, এসব কিছু দেশটাকে সন্ত্রাসী আর গুন্ডাপান্ডাদের অভয়ারণ্যে পরিণত করেছে। বর্তমানে দেশে বিশেষ একটি দলের নেতাকর্মী হলে, তাদের আশীর্বাদপুষ্ট হলে যেকোনো প্রকার অপকর্ম করে সহজেই রেহাই পাওয়া যায়। তাই দেশজুড়ে অপরাধ-অপকর্ম বাড়ছে। গোটা দেশ শশ্মানে পরিণত হয়েছে। রাত হলে মা-বোনদের ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে আর দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে মারছে পুলিশ-বিজিবি।
নেতারা আরো বলেন, ‘যে দলের ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে প্রকাশ্যে ঘোষণা দেয়, সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় ধর্ষণের বিচার চাওয়া নিয়তির পরিহাস। দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলেই দেশের সবচেয়ে নিরাপদ জায়গায় নিজের সম্ভ্রম হারিয়ে জীবন দিতে হলো তনুকে।’