তনু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার এসব কর্মসূচি থেকে তনু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গত ২০ মার্চ বিকেলে কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এর পর তিনি নিখোঁজ হন। পরের দিন সোমবার সকালে বাড়ির কাছ থেকেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটারের কর্মীও ছিলেন। তাঁর বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। সে সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই সেনানিবাসের অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন সম্পর্কে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : সকালে শহীদ সাটু হলের সামনে ‘প্রতিবাদ করুন, বাঁচবে হাজারো তনু... ঝরে যাবে না অপ্রস্ফুটিত ফুল’ স্লোগান নিয়ে সাধারণ ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তানভির আহমেদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সঞ্জিব দাস, ফরিদপুর : সংস্কৃতিকর্মীদের ব্যানারে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচির সময় তারা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সম্পাদক খাদিজা বেগম মনি, বিনোদন নাট্যদলের সম্পাদক অঞ্চল সরকার, ফুলকীর সাধারণ সম্পাদক সিরাজুল আজম প্রমুখ।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরের কেজি মোড়ে এনায়েতপুর ছাত্র ফোরামের আয়োজনে এক মানববন্ধনে স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান আতা, থানা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জহুরুল, বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সম্পাদক ছাত্রলীগ নেতা কবির মোল্লা, সাংবাদিক রফিক মোল্লা, মুক্তার হাসান ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিব তালুকদার।