অনিয়ম দেখে ‘আঙুল চুষলে’ ব্যবস্থা : শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৩১ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ভোটের আগে আজ মঙ্গলবার শাহনেওয়াজ এ সতর্কবার্তা দেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি দেখে কঠোর ভূমিকা নেওয়ার তাগিদ দেন।
শাহনেওয়াজ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সামনে অপরাধ হবে, আর সেখানে তারা আঙুল চুষবে- এ ধরনের কোনো বিষয় প্রশ্রয় দেব না। প্রিসাইডিং অফিসারের সামনে সিল মেরে যাবে আর তখন হাঁ করে দাঁড়িয়ে থাকবে-সেটাও আমরা সহ্য করব না। এক কথায় নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার সবটাই নিতে হবে।’
প্রথম ধাপের ভোটের আগে-পরে সহিংসতায় অন্তত ২২ জনের প্রাণহানির পাশাপাশি অনিয়মের কয়েকশ অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে। এ বিষয়ে শাহনেওয়াজ বলেন, ‘প্রথম ধাপে কিছু অনিয়ম পেয়েছি, ব্যবস্থাও নিয়েছি। এখন সংশ্লিষ্টদের সতর্ক করে বলতে চাই-দায়সারা কাজ করে দায়িত্ব এড়াতে চাইলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম করলে চরম ব্যবস্থা নিতে পিছপা না হওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’
‘অনিয়ম বরদাশত করা হবে না। ব্যর্থতার জন্যও কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে সে যে-ই হোক, তাকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলা করা হবে। এরই মধ্যে ব্যবস্থা নিয়েছি-এটা একটা সতর্ক বার্তা সবার জন্য।’
শাহনেওয়াজ জানান, নির্বাহী হাকিম ও ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার সব ধরনের ক্ষমতা রয়েছে। তাঁরা যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সরাসরি অবহিত করতে পারবেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে শাহনেওয়াজ বলেন, ‘কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপিতে নির্বাচন হয়েছে। ৩১ মার্চ দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ৬৪৩টি ইউপিতে।
দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১২টায়। আরো চার ধাপে ইউপি ভোট হবে এবার।