ফরিদপুরের ৯ ইউনিয়নে মনোনয়ন ফরম দিচ্ছে বিএনপি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে নগরকান্দা উপজেলা বিএনপি।
গত বুধবার বিকেল থেকে শুরু হয়েছে এই মনোনয়নপত্র বিরতরণ। চলবে আগামী ৪ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জন মনোনয়ন প্রত্যাশী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এসব মনোনয়ন ফরম বিতরণের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নজরুল, পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দীন হেলালসহ অন্য নেতারা।
গতকাল সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তালমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা মো. ফিরোজ খান , নগরকান্দা উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওদুদ, লস্করদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, লস্করদিয়া ইউনিয়ন বিএনপি নেতা জাকারিয়া হোসেন এবং সাদেকুর রহমান মাস্টার। ডাঙ্গী ইউনিয়নে নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, নগরকান্দা উপজেলা বিএনপির সদস্য কাজী হাবিল এবং ডাঙ্গী ইউনিয়ন বিএনপি নেতা জহিরউদ্দীন চোকদার।
এ ছাড়া রামনগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগরকান্দা উপজেলা বিএনপির সদস্য বিল্লাল হোসেন রানা, উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম মন্ডল, যুবদল নেতা মো. ইউনুছ আলী শেখ। ফুলসুতি ইউনিয়নে, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া এবং ফুলসুতি ইউনিয়ন যুবদলের সভাপতি মোমরেজ আলম। পুরাপাড়া ইউনিয়নে- নগরকান্দা উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওমর আলী খান। কোদালিয়া শহীদনগর ইউনিয়নে মনোনয়নপত্র নিয়েছেন ওলামা দল নেতা মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান।