তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, লাঠিমিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার ১২ দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। আজ শনিবারও দেশের বেশ কয়েকটি স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা তনু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি সরকারের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। অন্যথায় বিভিন্ন সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
গত ২০ মার্চ বিকেলে সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। পরের দিন সকালে কুমিল্লা সেনানিবাস এলাকায় বাড়ির কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটারের কর্মীও ছিলেন। তাঁর বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই সেনানিবাসের অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সম্পর্কে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নিজস্ব প্রতিবেদক : সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন ‘মানবকণ্ঠ সেতুবন্ধ’ মানববন্ধন করেছে। তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া ধর্ষণ, হত্যা, নির্যাতনসহ সব ধরনের কর্মকাণ্ডের অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় মানববন্ধনে।
ঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি মিছিল করেছে প্রীতিলতা ব্রিগেড। দুপুরে মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে রূপসী বাংলা হোটেলের মোড় ঘুরে আবার টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় অবিলম্বে তনুসহ দেশে সব ধরনের নারী নির্যাতনের বিচারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্রিগেডের সদস্যরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তারকে আহ্বায়ক করে গত বছর পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনার পর এই ব্রিগেড গঠন করা হয়।
জাহিদুর রহমান, সাভার : সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের সামনে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়।
এদিকে ঢাকা-আশুলিয়া সড়কের জামগড়া এলাকায় মানববন্ধন করেছেন শ্রমিকরা। সকালে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে নাগরিক অধিকার সংগ্রাম কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে শ্রমিকরা এ সময় দ্রুত তনু হত্যার ঘটনায় জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তাঁরা শিল্পাঞ্চলের শ্রমিকদের নিয়ে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন।
কে এম সবুজ, ঝালকাঠি : বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য প্রশান্ত দাস হরি, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, বন্ধুসভার সভাপতি পার্থ প্রতীম সাহা, সহসভাপতি মো. সালাহউদ্দিন, বন্যা সাহা, মারজিয়া আফরিন ও মাহমুদুর রহমান। এ সময় বক্তারা তনু হত্যা ও ধর্ষণের ঘটনায় অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানান। যাতে তনুর মতো অন্য কোনো নারীকে এভাবে প্রাণ দিতে না হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করারও দাবি জানান সরকারের কাছে।
ফারুক হোসেন, দিনাজপুর : ফুলবাড়ীর নিমতলা মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিপ্লবী ছাত্রমৈত্রী উপজেলা শাখা। মানববন্ধনে তনু হত্যার বিচারসহ সব বাঙালি, আদিবাসী, নারী ও শিশুদের ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান হক একরামুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন রায়, সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোমা সাহা, ডালিম রায়, ছাত্রনেতা সামিউল ইসলাম চৌধুরী ও গণফ্রন্টের নেতা কমল চন্দ্র চক্রবর্তী।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তনুকে ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ মানববন্ধনে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : মহানগরীর পিকচার প্যালেস মোড়ে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নাগরিক সমাজের আহ্বানে মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি ড. কুদরাতে খোদার সভাপতিত্বে এই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রবীণ নারীনেত্রী অধ্যক্ষ বেগম মাজেদা আলী, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, অ্যাডভোকেট মহাসিন আলী, মহেন্দ্রনাথ সেন, শামীমা সুলতানা শিলু। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করে সব বয়সের নারী-পুরুষ। মানববন্ধন চলাকালে এই সংগঠনের আহ্বানে তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়।