ভোটের দিন পুলিশের ওপর হামলা, ভয়ে গ্রাম পুরুষশূন্য
দিনাজপুরের বিরামপুর উপজেলার মোহনপুর হাইস্কুল কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বিকেলে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মোহনপুর গ্রামের কয়েকজন অভিযোগ করেছেন, এ ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গ্রামে এখন পুরুষ থাকছে না।
মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের ইউপি নির্বাচনে বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বী দুই সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় পুলিশের সহায়তায় নির্বাচন কর্মকর্তা ব্যালট বাক্স ও ভোটের সরঞ্জামাদি নিয়ে যেতে চান। এসব গাড়িতে তোলার সময় লোকজন পুলিশের ওপর আক্রমণ করে এবং সরঞ্জামাদি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ আহমেদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের নয়টি গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কৃষ্ণবাটি গ্রামের জাহাঙ্গীর আলম (২০), মকছেদুর রহমান বাবলু (৪৫) ও ওয়াহেদুল হককে (২০) গ্রেপ্তার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কাউকে হয়রানি করা হচ্ছে না।