৮০ হাজার বাংলাদেশি ফেরত পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বসবাসরত ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইইউ।
ইইউ প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় উত্থাপন করে। আজ সোমবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফরারের নেতৃত্বে প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধিদল আমাকে জানিয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মোট আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছে। তাদের ভাষায় এর মধ্যে ৮০ হাজার অবৈধভাবে বসবাস করছে। এরা ওই সব দেশে আইনগতভাবেই চেষ্টা করেছে। তাদেরকে পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়া হয়েছে। তাদের সব ধরনের প্রচেষ্টা শেষ হয়েছে। এখন তাদের ফেরত পাঠানো হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিনিধদল আমাদের মূলত এই ৮০ হাজার বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর বিষয়টি অবগত করার জন্যই এসেছে। সেই সঙ্গে তারা এ বিষয়ে আমাদের সহযোগিতা চেয়েছে।’
এই ৮০ হাজার বাংলাদেশি নাগরিককে ওই সব দেশে রেখে দেওয়ার অনুরোধ করেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরা সবাই যে বাংলাদেশি নাগরিক তা যাচাই-বাছাই করা হয়েছে কি না, এ বিষয়টি আমি তাঁদের কাছে জানতে চেয়েছি। তাঁরা বলেছেন যে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করেই তারা নিশ্চিত হয়েছেন যে, এরা বাংলাদেশি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ও অভিবাসন আবেদন প্রত্যাখ্যান হয়ে যাওয়ায় এরা অবৈধ হয়ে পড়েন বলে ইইউ প্রতিনিধিদল আমাদের জানিয়েছেন।’
তাঁদের কাছে কোনো অনুরোধ রেখেছেন কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি তাদের বলেছি যে, আমাদের দেশেও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বসবাস করছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি। তোমরা সহযোগিতা করলে আমরাও তাদের ফেরত পাঠাতে চাই। জবাবে তারা আমাকে বলেছে যে, তাদের (ইইউ) প্রতিনিধিদল মিয়ানমারে গেলে তাদেরকে এ বিষয়টি নিয়ে ওই দেশের সরকারের সঙ্গে আলোচনার করার জন্য তারা বলবেন।’