কাজী ফিরোজের বিরুদ্ধে দুদকের মামলা
অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর এক বিঘা জমি অবৈধভাবে ভোগ দখলের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে মামলাটি করেন। দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার বলা হয়েছে, রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকার ৯/এ নম্বর সড়কের এক বিঘা পরিমাণের ৬৫ নম্বর বাড়ির প্রকৃত মালিক ছিলেন অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী। পরে এই জমি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী আলিয়া মোহাম্মদ ও তাঁর ছেলেমেয়েদের নামে হস্তান্তর করা হয়। একই সঙ্গে এই জমি ১৯৭০ সালে যৌথ নামে নামজারি করা হয়। কিন্তু ১৯৭৯ সালের ১৬ আগস্ট কাজী ফিরোজ রশীদ বেগম আলিয়া মোহাম্মদকে ভুয়া দাতা ও কাজী আরিফুর রহমানকে সাক্ষী দেখিয়ে ভুয়া দলিল তৈরি করেন।
পরবর্তী সময়ে তৎকালীন জেলা রেজিস্ট্রার এম আহমেদের সহযোগিতায় ভুয়া দলিলের মাধ্যমে সেই সম্পত্তি নিজ দখলে রাখেন, যা দণ্ডবিধির ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়। তবে রেজিস্ট্রার এম আহমেদের বিরুদ্ধে কোনো দালিলিক তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে আসামি করা হয়নি।
এদিকে গত বছরের ১৩ আগস্ট দুদকের জিজ্ঞাসাবাদ শেষে ধানমণ্ডিতে এই বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছিলেন কাজী ফিরোজ রশীদ।
প্রসঙ্গত, কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি দখলের অভিযোগ দুদকে এলে তা আমলে নিয়ে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।