‘বাঁশখালী হত্যাকাণ্ডে পুলিশ ও আওয়ামী লীগ দায়ী’
বাঁশখালীতে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। আজ শনিবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব কল্যাণ পার্টির আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাঁশখালীতে কী ঘটছে। অকারণে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। পুলিশ গুলি করেছে, আওয়ামী ক্যাডাররা গুলি করেছে। সেখানে জনগণকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য একটি বেসরকারি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা এখানে লাভজনক ভূমিকায় আছেন। তাঁদের ব্যক্তিগত এবং দলগত লাভের জন্য লাখ লাখ মানুষকে উচ্ছেদ করার জন্য বাঁশখালীতে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা গ্রামে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের অর্থায়নে এস আলম গ্রুপের মালিকানায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। গত ৪ এপ্রিল এ প্রকল্পের বিরোধিতা করে এলাকাবাসীর সমাবেশে হামলার ঘটনায় চারজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে ছয় হাজারের অধিক মানুষকে।