দেশে আইএসের অস্তিত্ব নেই, এটা বিদেশি ষড়যন্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই—আবারও জোর দিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার সকালে তাঁর ধানমণ্ডির বাসায় এনটিভিকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, এটার (আইএস) কোনো অস্তিত্বই নেই। কাজেই দেশের বাইরে কোথাও গোপনে বিবৃতি দিয়ে আত্মপ্রকাশ করার যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এগুলো শুধু বাতুলতা। এগুলোর কোনো অস্তিত্ব নেই, এটা আমরা বারবার বলছি।’
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এ ষড়যন্ত্র চলছে।’
আইএসের মুখপত্র 'দাবিক'-এ প্রকাশিত বাংলাদেশ শাখাপ্রধানের সাক্ষাৎকারকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র দাবি করে মন্ত্রী বলেন, ‘দু-একটি দেশীয় জঙ্গি সংগঠন বাংলাদেশে মাঝেমধ্যে মাথাচাড়া দিলেও তা দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’
গত বুধবার আইএসের কথিত বাংলাদেশ-প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ তাঁদের মুখপত্র সাময়িকী ‘দাবিক’-এর ১৪তম সংস্করণে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, “কৌশলগত অবস্থানের সুবিধার কারণে বাংলাদেশে শক্ত ঘাঁটি করতে চায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। এর মাধ্যমে ভবিষ্যতে ‘হিন্দু ভারত’ ও ‘বৌদ্ধ বার্মায়’ জিহাদ পরিচালনা করতে চায় আইএস।”
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার বিশ্লেষণ ২০১৫-তে উপস্থাপিত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের এখানে কোনা ধরনের ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা হয় না।’