শফিক রেহমানকে গ্রেপ্তার সরকারের চৈতন্য লোপের শামিল
শফিক রেহমানের মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেপ্তার করার বিষয়টি সরকারের চৈতন্য লোপের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
সরকারের ব্যর্থতা ঢাকতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এই সরকার জুলুম-নির্যাতন চালিয়ে মনে করছে যে পার পেয়ে যাবে। কিন্তু সুসংগঠিত কঠোর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব।’
শফিক রেহমানকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমি সরকারের এ ঘৃণ্য অপকর্ম ও গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে শফিক রেহমানকে যে মিথ্যা মামলা, পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি প্রত্যাহার করে এই মুহূর্তে মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
এ সময় সদ্য কারামুক্ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আধ্যাপক এম এ মান্নানকে ফের গ্রেপ্তারেরও তীব্র নিন্দা জানান রিজভী আহমেদ। মেয়র মান্নানকে গ্রেপ্তার সরকারের একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।