সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত যথাসময়ে : মঈন খান
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা অংশ নেবেন কি না, সে বিষয়ে দলের অবস্থান যথাসময়ে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে সিঙ্গাপুরের কনস্যুলেট কার্যালয়ে আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউয়ের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মঈন খান।
এ সময় মঈন খানের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ। তাঁরা কনস্যুলেট কার্যালয়ে রাখা শোক বইতেও সই করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আইনের দিক থেকে কোনো দলের পক্ষে হয় না। কাজেই এ বিষয়ে দলের বিবেচনা বা সমর্থন—এ সম্পর্কে আপনারা ঠিক সময়ে সবকিছু জানতে পারবেন।’
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি হরতালের কর্মসূচি থেকে আপাতত সরে এসেছে বলেও জানান মঈন খান। তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা জানাতে বিএনপির চেয়ারপারসন স্মৃতিসৌধে যাবেন কি না, তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।