‘অবরুদ্ধ থাকায় খালেদা জিয়া স্মৃতিসৌধে যাননি’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অবরুদ্ধ থাকায়’ জাতীয় স্মৃতিসৌধে যেতে পারেননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না পারায় খালেদা জিয়া ‘ভেতরে ভেতরে দগ্ধ’ হচ্ছেন বলে তিনি মনে করেন।
আজ বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে মাহবুবুর রহমান এ কথা বলেন। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার স্মৃতিসৌধে না আসার কারণ জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘বেগম জিয়া তো এটা কখনোই মিস করতে পারেন না। অত্যন্ত দুঃখের কথা, আমি মনে করি, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে তিনি আসতে পারলেন না। আমরা আসছি। তিনি ভেতরে ভেতরে হয়তো দগ্ধ হচ্ছেন, তাঁর অন্তরে, হৃদয়ে। আসতে পারেননি, কারণ, তাঁর অনেক সীমাবদ্ধতা আছে।
তিনি একটা অবরুদ্ধ কন্ডিশনের মধ্যে আছেন, সে জন্য আসতে পারেননি।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দেওয়ার কথা বলে গত ৩ জানুয়ারি রাত থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বলে দলটির নেতারা অভিযোগ করে আসছেন। এ কারণে খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ জানুয়ারি চন্দ্রিমা উদ্যানে অবস্থিত সমাধিতে যাননি। এ ছাড়া তিনি ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারেও যাননি।
তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সব সময় দাবি করে আসছে, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তিনি চাইলে যেকোনো সময় তাঁর ‘বাড়িতে যেতে’ পারেন।