রাবি শিক্ষক হত্যায় শিবির নেতা আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল শনিবার রাতে নগরীর ছোট বনগ্রাম এলাকার নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম।
খন্দকার জাহিদুল ইসলাম জানান, আটক হাফিজুর রহমান রাবির লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। তাঁকে মহানগর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার তজিমুদ্দিন সরদার এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাঁর পরিচয় জানাননি।
গতকাল শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ১০০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করে দুর্বৃত্তরা।
এদিকে আজ রোববার সকালে হত্যার ঘটনার সার্বিক বিষয় তদারকির জন্য গঠিত ‘মনিটরিং টিম’ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে রাবি উপাচার্যের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার ও হত্যার ঘটনা মনিটরিং টিমের প্রধান তমিজউদ্দিন সরদার।
অতিরিক্ত কমিশনার বলেন, ‘মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধিকতর ভালোভাবে তদন্তের জন্য তা এরই মধ্যে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। আশা করছি, দ্রুতই হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পারব।’
এর আগে গতকাল বিকেলে রেজাউল করিমের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন।