‘আরে বাবা, আইএস কোথায়?’
বাংলাদেশে কোনো আইএস বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশে সব ধর্মের সম্প্রীতির ইতিহাস শত বছরের। হঠাৎ করে কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড করে এ বন্ধনে চিড় ধরাতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মানুষ হত্যা করা হচ্ছে, আর নাম দেওয়া হচ্ছে আইএসের। আরে বাবা, আইএস কোথায়? আমাদের আলেম-ওলেমারা বসে আছেন, একজনও বলেন না যে তারা আইএসের সঙ্গে সম্পৃক্ত। আমরা একজন আলেম-ওলেমা, একটা মাদ্রাসা, একটা মসজিদে আমরা আইএসের অস্তিত্বের কথা শুনিনি।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, দেশে একটি ঘটনা ঘটলেই বিদেশিদের মায়াকান্না বেড়ে যায়। তিনি বলেন, আল-কায়েদা বা আইএস কাদের তৈরি, সবাই জানে।
আইজিপি আরো বলেন, ‘এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। আইএস কীভাবে তৈরি হয়েছে, আমরা কিন্তু জানি। কাদের মাধ্যমে তৈরি হয়েছে, সেটাও আমরা জানি। আল-কায়েদা কাদের সৃষ্টি, সেটা আপনাদের অনেকের জানার কথা। আবার মায়ের চেয়ে মাসির কান্না, মাসির মায়া বেশি সেটা আমরা জানি। আমার দেশ স্বাধীন দেশ, সার্বভৌম; সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে। কোনো ঘটনা ঘটবে, আমাদের দায়দায়িত্ব, আমাদের রেপনসিবিলিটি। আমার খুনিদের খুঁজে বের করব।’
সমাবেশে বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।