সুন্দরবনে অগ্নিকাণ্ড : ধানসাগর স্টেশন কর্মকর্তা বহিষ্কার
সুন্দরবনে চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. শহীদুল ইসলাম বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।
শহীদুল জানান, সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকায় চতুর্থ দফা অগ্নিকাণ্ডের ঘটনায় সুলতান মাহমুদকে বহিষ্কার করা হয়। এর আগে দ্বিতীয় ও তৃতীয় দফা অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁকে প্রত্যাহার করে চাঁদপাই রেঞ্জ অফিসে বদলি করা হয়েছিল। কিন্তু দায়িত্ব দেওয়ার পরপরই সুন্দরবনের তুলাতলা এলাকায় চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে দায়িত্বে অবহেলার দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর পরিবর্তে সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তার দায়িত্ব পালনকারী আজাদ কবিরকে ধানসাগর স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএফও জানান, সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আজ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করবে।
গত ২৭ এপ্রিল সুন্দরবনের তুলাতলায় চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন দিন চেষ্টার পর গত শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। এ সময়ের মধ্যে সুন্দরবনের ব্যাপক এলাকায় গাছ পুড়ে যায়। এখনো ওই এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে পোড়া গাছের সারি।
আগুনের তাপে সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গরানসহ বহু গাছ শুকিয়ে গেছে। অনেক গাছের নিম্নাংশ পুড়ে গেছে।
গত ১৮ এপ্রিল তৃতীয় দফা, ১৩ এপ্রিল দ্বিতীয় দফা ও ২৮ মার্চ প্রথম দফায় সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম দফা অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। পরের তিনবারের ঘটনায় ২২ জনকে আসামি করে তিনটি মামলা করেছে বন বিভাগ।