সাক্ষাৎকারে নিশা দেশাই
আইএসের দায় স্বীকার গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র
ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে সম্প্রতি জঙ্গি হামলা ও নৃশংস হত্যাকাণ্ডগুলোর দায় স্বীকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে বাংলাদেশ যাতে এসব সংগঠনের সুবিধাজনক গন্তব্যে পরিণত না হয়, সেদিকেও দৃষ্টি রাখছে তারা।
এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিনি জানান, উগ্রবাদজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার ইতিবাচক। সাক্ষাৎকার নিয়েছেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে :