শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তারের কাছাকাছি আছি : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রেজাউল করিম হত্যাকাণ্ডের ব্যাপারে এটুকু বলব, আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের খুব কাছাকাছি এসে গেছি। আমরা তদন্তের স্বার্থে তথ্যগুলো প্রকাশ করছি না। আমরা খুব শিগগিরই এই হত্যাকারীদের আপনাদের সামনে হাজির করব। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।’
আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আজ ২২তম দিনের মতো বিচারের দাবিতে আন্দোলন করেছে। এরই অংশ হিসেবে আজ এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব এ এস এম মাকসুদ কামাল, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর পর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী নিহত শিক্ষকের মেয়ে রেজওয়ানা হাসান শতভীকে উদ্দেশ করে বলেন, ‘আমাকে প্রায়ই নিহত পরিবারের সদস্যদের মুখোমুখি হতে হয়। তিনি (শতভী) যেভাবে আবেদন-নিবেদন করলেন, তাঁকে অভয় দেওয়ার ভাষা আমার নেই। শুধু এটুকুই বলতে চাই, আপনি অবশ্যই আপনার বাবা হত্যার বিচার দেখতে পাবেন। আপনার সামনে খুনিদের বের করে শাস্তি নিশ্চিত করবই।’
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীতে পুলিশের টহল বৃদ্ধির কথা জানান। তিনি বলেন, ‘আমি ঢাকায় গিয়েই এই ব্যবস্থা নেব। যেন আপনারা নিশ্চিত হতে পারেন। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদের পাশে আছি।’
শিক্ষক হত্যার প্রতিবাদে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সুর মিলিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা বিচারের কাছাকাছি এসে গেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা আন্দোলন তুলে নিয়ে ক্লাসে ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ, শিক্ষক সমিতির কাছে অনুরোধ ও শিক্ষার্থীদের কাছে অনুরোধ, আপনারা নিশ্চিন্তে ক্লাসে ফিরে যান। আমরা আপনাদের সঙ্গে আছি। অবশ্যই এ হত্যাকারীদের বিচার করব।’
‘পুলিশ পাবলিকলি নীরব, ভেতরে ভেতরে কাজ করছে’
সমাবেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘অপরাধীদের আমরা কবে নাগাদ ধরতে পারব তা দিন, ক্ষণ, টাইম উল্লেখ করে বলা সম্ভব নয়। তবে আপনাদের বলতে চাই, আমাদের তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা হত্যাকারীদের ধরার একেবারে কাছাকাছি চলে এসেছি। আমি আবার বলতেছি, হত্যাকারীদের আদালতে তুলে দিতে সক্ষম হব।’
এ কে এম শহীদুল হক বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের শনাক্ত করে, খুঁজে বের করে, তাদের আদালতে সোপর্দ করা পুলিশের কর্তব্য। তদন্ত করার সময় তথ্য-উপাত্ত সরাসরি প্রকাশ করার সুযোগ নেই। এতে তদন্ত কাজ ব্যাহত হয়। সে ক্ষেত্রে খুনিরা সতর্ক হয়ে যেতে পারে, ছাড় পেয়ে যেতে পারে। তাই পুলিশ পাবলিকলি নীরবতা পালন করছে, কিন্তু ভেতরে ভেতরে আমরা ঠিকই কাজ করে যাচ্ছি।’
পুলিশের মহাপরিদর্শক আরো বলেন, এই যে সম্প্রতি ঘটনাগুলো হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্ন সাইট থেকে সেগুলোর দায় স্বীকার করা হচ্ছে। হত্যাকাণ্ড হবে আর দেশে বসেই এভাবে ইন্টারনেটে ঘোষণা দেওয়া হবে আইএস করছে, আল-কায়েদা করছে, তা হবে না।’