বাঁশখালীতে আন্দোলন : নেতার বাবা আটক
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলনের নেতা লিয়াকত আলীর বাবা হাজি দুদু মিয়াকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে অভিযানের পর তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় লিয়াকতের বাসা থেকে দুটি অস্ত্র উদ্বার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অভিযান চলাকালে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানো গ্যাসের সেল ও ফাঁকা গুলি ছোড়ে।
তবে এলাকাবাসীর দাবি, লিয়াকতের বাবা হাজি দুদু মিয়াকে (৮০) আটকের সময় পুলিশের গুলিতে চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে জাহাঙ্গীর, শামসু ও তৈয়ব মিয়ার অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, গত ৪ এপ্রিল গণ্ডামারা এলাকায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার মামলার প্রধান আসামি লিয়াকত আলীকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় লিয়াকতের ঘর থেকে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি, একটি ব্যাগ ও মাইক উদ্ধার করে পুলিশ।
গণ্ডামারার নাছির উদ্দিন জানান, পুলিশ লিয়াকতের বাবাকে টেনে-হেচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। তিনি বৃদ্ধ ও অসুস্থ মানুষ। পুলিশের বিপুল পরিমাণ সদস্য তিনদিন ধরে এলাকায় অবস্থান করছে। এতে স্থানীয় জনগণের মধ্যে ভীতির সৃষ্টি হয়।
প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাঁশখালীর গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় এস আলম গ্রুপ। প্রকল্প নির্মাণের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আগে থেকেই প্রকল্প কাজে বাধা দিয়ে আসছিলে এলাকাবাসী। এ নিয়ে গত ৪ এপ্রিল এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়।