জবি ছাত্র নাজিম হত্যায় আরো একজন রিমান্ডে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমউদ্দিন হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মেহেদি হাসান অমি ওরফে রাফীর তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি অমিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাহজাহান হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ এপ্রিল রাজধানীর বাড্ডা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সিলেট থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ এপ্রিল পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় রাতে দুর্বৃত্তরা নাজিমউদ্দিন (২৬) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।