ভারতে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর
ভারতে বসে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।urgentPhoto
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এই অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে আসলাম চৌধুরীর নাটক সাজানো হয়েছে।
কারো সঙ্গে বসে কেউ ষড়যন্ত্র করলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় কি না সেই প্রশ্ন রাখেন রিজভী আহমেদ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র নিঃসন্দেহে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে একটু নিবিড় সখ্য বেশি। এই সরকারে যাঁরা আছেন, তাঁরা নির্বাচিত কি নির্বাচিত নয় এটা তাঁরা দেখেন না। তাঁরা বারবার তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করছেন। তো সেই ইন্ডিয়ার মাটিতে বিএনপির একজন লোক গিয়ে, বাংলাদেশের বিএনপির একজন লোক গিয়ে ইন্ডিয়ার মাটিতে ষড়যন্ত্র করবে বাংলাদেশ সরকার উৎখাতের ব্যাপারে, এটা হাস্যকর ছাড়া কিছু হতে পারে?’
অন্যদিকে রাজধানীতে লেবার পার্টি আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সরকারকে ১৬ কোটি মানুষই আর ক্ষমতায় দেখতে চায় না তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রয়োজন হয় না। মোসাদের সঙ্গে বৈঠকের গল্প সাজিয়ে সরকারই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যে ইসরায়েলকে সারা মুসলিম বিশ্ব পছন্দ করে না যুক্তিসঙ্গত কারণে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের বিরুদ্ধে ইসরায়েল যা করছে সেটা কোনো মুসলিম বিশ্ব সমর্থন করে না। এখন বিএনপি ইসরায়েলপন্থী হইছে, হাসিনা একমাত্র সাচ্চা মুসলমান হইছে, আওয়ামী লীগ একমাত্র ইসলাম রক্ষা করতে পারে-এই ঢোল পেটানোর জন্য এই নাটকের ঘটনা। আর কিছু না।’