সিটি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ থাকবে না : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না; বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখতে কমিশনকে সহযোগিতা করবে।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে পরিবহন শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, একদিকে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে, অন্যদিকে আন্দোলন করে দ্বিচারিতা করছে।
এর আগে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত কর্ণফুলী টানেল প্রকল্প এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রকল্প এলাকা পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের জানান, চীনের অর্থায়নে দুই লেনবিশিষ্ট প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় নয় হাজার কোটি টাকা। কর্ণফুলী টানেলের নির্মাণকাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।