চালকদের অসচেতনতাই দুর্ঘটনার কারণ : কাদের
চালকদের সচেতনতার অভাবকেই সড়ক দুর্ঘটনার কারণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় ও হলদিয়া এলাকায় পৃথক দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
চালকদের সচেতনতার অভাবকে সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন- সড়ক-মহাসড়কে ব্যাটারি চালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে গেছে।’
মন্ত্রী আরো বলেন, ‘আগে রাস্তা খারাপ থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটত। আর এখন রাস্তা ভালো। অথচ এখন চালকদের বেপরোয়া গতির কারণেই সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে। চালকদের বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে।’
পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমানে পদ্মা সেতুর শতকরা ৩৪ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত সেতুর ১১টি পাইলের কাজ শেষ হয়েছে।’
সেতু দুটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান উসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান বাবু, মেদেনীমণ্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।