৫৪ ও ১৬৭ ধারা সংশোধন করা হবে : আইনমন্ত্রী
জনস্বার্থে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে উচ্চ আদালতে ৫৪ ও ১৬৭ ধারার রায়ের বিষয়ে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘এ দুটি ধারা অপব্যহার হয় বলে উচ্চ আদালত এ সংক্রান্ত রিট মামলাটি আমলে নিয়েছেন। উচ্চ আদালত এ দুটি ধারার বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাইনি। তবে উচ্চ আদালত এতে কিছু সংযোজন ও বিয়োজনের কথা বলেছেন বলে আমরা শুনেছি।’
মন্ত্রী বলেন, ‘এর আগে ফৌজদারি কার্যবিধি বিভিন্ন প্রেক্ষাপটে সংশোধন করা হয়েছে। এ দুটি ধারার বিষয়ে যদি উচ্চ আদালতের কোনো নির্দেশনা থাকে, জনগণের স্বার্থের কথা বিবেচনা করে আমরা তা সংশোধন করে নেব।’
এ সময় পুলিশ ৫৪ ধারার অপব্যহার করছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি সন্দেহ করা যায় যে সে কোনো অপরাধ করতে যাচ্ছে, তবে এ ধারার ক্ষমতাবলে পুলিশ তাকে আটক করতে পারবে। তবে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে।’
আটকের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অনেক সময় আটক ব্যক্তিকে আদালতে হাজির করে না, এমনকি স্বীকারও করে না- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলেও তা আমাদের নজরে আসেনি। নজরে আসলে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বহাল রাখেন আপিল বিভাগ। বিনা পরোয়ানায় এবং পরিচয়পত্র ছাড়া গ্রেপ্তার বাতিলসহ ১৫টি নির্দেশনা দেন উচ্চ আদালত।