থানচিতে খাদ্য সংকট নেই : প্রতিমন্ত্রী বাহাদুর
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, থানচি উপজেলার দুর্গমাঞ্চলে কোনো ধরনের খাদ্য সংকট নেই। সাময়িক যে সমস্যা দেখা দিয়েছিল সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে চাল বরাদ্দ দিয়ে সংকট মোকাবিলা করা হয়েছে।
আজ শনিবার বিকেলে বান্দরবানে পর্যটন শিল্পের উন্নয়নে নীলাচল ট্যুরিস্ট স্পটে ডরমেটরি ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর হাসাইন মো. আল মুজাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ডরমেটরি ভবনের নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, পর্যটন শিল্পের বিকাশে মধ্যবিত্ত পর্যটকদের থাকার সুবিধার্থে নীলাচল ট্যুরিস্ট স্পটে ডরমেটরি ভবনটি নির্মাণ করা হচ্ছে। পর্যটন শিল্পের উন্নয়নে সরকার নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। পর্যটন শিল্পের কারণে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে।