আরো দুই মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরো দুটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে ঢাকার সিএমএম আদালতে অত্যন্ত গোপনীয়ভাবে দুই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।
আদালত সূত্রে জানা যায়, অভিযোগপত্র দুটি ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে উপস্থাপন করা হলে আগামী ১ জুন পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
দারুসসালাম থানার একটি মামলা থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ মার্চ রাজধানীর দারুসসালাম থানা এলাকার গাবতলী বাস টার্মিনালের পূর্ব-দক্ষিণ কোণে বাইপাস সড়কের পাশের গ্রেট ওয়ালের মাঠের মধ্যে ঢাকা মেট্রো-জ-১১-২৮৬৯ নম্বরের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা।
এ ঘটনায় দারুসসালাম থানার এসআই (উপপরিদর্শক) মো. শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন।
আরেকটি মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি দারুসসালাম থানাধীন ২৫৯ বাগানবাড়ী এসএ খালেকের মাঠের ভেতর আলিফ এন্টারপ্রাইজ পরিবহনের গ্যারেজের সামনে ঢাকা মেট্রো-ব-১৪-৮০৬৪ নম্বর গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।
এ ঘটনায় দারুসসালাম থানার এসআই (উপপরিদর্শক) মো. মোজাফফর হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে একই থানার পাঁচটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হলো।