মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম প্রতিরোধ করতে হবে
শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৪৮তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ‘কারাভ্যন্তরে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনোরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
প্রশিক্ষণে ১৭১ জন পুরুষ কারারক্ষী ও চারজন নারী কারারক্ষী অংশ নেন। এ সময় মন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন। পরে মন্ত্রী কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেন।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, কারা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন কারাগারের জেলার, জেল সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।