মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে চট্টগ্রামে কমিটি গঠন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে চট্টগ্রামে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
আলহাজ্ব মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য কবির চৌধুরীকে আহ্বায়ক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব মোহাম্মদ শাহনেওয়াজকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম কমিটি গঠন করা হয়।
সম্প্রতি চট্টগ্রাম নগরের নূর আহমদ সড়কে মুক্তি পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে এক সভায় কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক ও বিশিষ্ট শিশু সংগঠক এম হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে গঠিত মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আঞ্চলিক কমিটি অনুমোদন করে।
চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ ন ম মুনীর আহমদ চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কদির, কফিল উদ্দিন আহমদ, অধ্যাপক শফিউল আলম তরফদার, সাংবাদিক এম ইসকান্দার আলী চৌধুরী, শামসুল হক হায়দরী, জাহিদুল করিম কচি, শামসুদ্দিন হারুণ, চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক, ডা. খুরশীদ জামিল চৌধুরী, আইনজীবী হায়দার মো. সোলায়মান, এস ইউ এম নূরুল ইসলাম, মফিজুল হক ভূঁইয়া ও এম মঈন উদ্দিন। এ ছাড়া আরো আছেন কমান্ডার শাহাবুদ্দিন আহমদ চৌধুরী, প্রকৌশলী কে এম সুফিয়ান ও প্রকৌশনী বেলায়েত হোসেন, রাউজান পৌরসভা মেয়র আব্দুল্লাহ আল হাসান, অধ্যক্ষ আব্দুল মালেক, সংগীতশিল্পী আবদুল মান্নান রানা ও ফরিদা করিম, সাংস্কৃতিক সংগঠক জেলী চৌধুরী, সাংবাদিক মুস্তফা নঈম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শিল্পী, সালেহ নোমান ও মাহবুব রশীদ।