‘৫৪ ধারা’ থেকে আসলামকে অব্যাহতি দিতে আবেদন
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা থেকে অব্যাহতি দিতে আবেদন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির (উত্তর) পুলিশ পরিদর্শক গোলাম রব্বানী এ আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, অন্য মামলায় গ্রেপ্তার হওয়ায় আসলামের বিরুদ্ধে ৫৪ ধারার মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। আগামী কাল বুধবার ঢাকার মহানগর হাকিম নূর নবীর আদালতে এ অব্যাহতির আবেদনটি উপস্থাপন করা হবে।
এদিকে আসলাম চৌধুরী রাষ্ট্রদ্রোহের একটি মামলায় রিমান্ডে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আগামী ১৫ জুন মতিঝিল ও লালবাগের নাশকতার দুই মামলায় ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
গত ২৪ মে নাশকতার দুটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
গত ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ।
এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।