সিলেটে বজ্রপাতে একজনের মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আজমল হোসেন (৩২)। তিনি উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ মধুরচক গ্রামের সাহিব আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের বিলে জাল নিয়ে মাছ ধরতে বের হন আজমল। এ সময় আকাশ কালো মেঘে ঢাকা ছিল এবং প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করে আজমলের ওপর বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান।
আশপাশের লোকজন এসে উদ্ধার করে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আজমলের শরীরের পেছনের দিক পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।