নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরী রিমান্ডে
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আসলামের বিরুদ্ধে নাশকতার দুই মামলায় ২০ দিনের রিমান্ড শুনানির দিন নির্ধারিত ছিল। রিমান্ড শুনানি উপলক্ষে সকালে তাঁকে আদালতে হাজির করা হয়।
ঢাকা মহানগর হাকিম নুরুন নাহারের আদালতে মতিঝিল থানার মামলায় আসলামকে তোলা হলে শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া লালবাগ থানার নাশকতার আরেক মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী আরো একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসলাম চৌধুরীর পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।
আসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
এর আগে ১৪ মে আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এমনকি তাঁকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।
গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ।
এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক-সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।