কাউকে হয়রানি করা অভিযানের উদ্দেশ্য নয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনো নিরপরাধ কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়রানি করা সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান সাঁড়াশি অভিযানের উদ্দেশ্য নয়। তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গি দমনে এ অভিযান চালানো হচ্ছে।
আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, টার্গেট কিলিং (বেছে বেছে হত্যা) বন্ধের একটি প্রক্রিয়া হলো সাঁড়াশি অভিযান। এই অভিযানে পরোয়ানাভুক্ত আসামি যেমন ধরা হয়েছে, তেমনি সন্দেহভাজন ব্যক্তিদেরও ধরা হয়েছে। তিনি বলেন, কিছু চিহ্নিত জঙ্গি, যাদের ধরার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে থেকে, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এই অভিযানের ফলে কোনো নির্দোষ ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়রানি করার জন্য এই অভিযান হয়নি। এই অভিযানটা বরং হয়েছে জঙ্গি দমন। অনেক আগে থেকে লিস্টেড আসামি মানে ক্রিমিনাল ছিল, তাদেরকে ধরার একটা প্রক্রিয়া আমরা নিয়েছিলাম এবং এ ব্যাপারে আমরা সাকসেসফুল হয়েছি।’
পুলিশের ভাষ্যমতে, গত এক সপ্তাহে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১২ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।
এ অভিযানে বেশ কিছু নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ নাকচ করেছেন।