পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রশিক্ষণ দিয়ে, ইউনিটের সংখ্যা বাড়িয়ে পুলিশের সক্ষমতা, দক্ষতা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘পুলিশের সক্ষমতা অর্জনের জন্য আমরা বহু ইউনিট স্থাপন করেছি, যেমন আমরা ট্যুরিস্ট পুলিশ এনেছি, নৌপুলিশ এনেছি, এখন কাউন্টার টেরোরিজম, সাইবার ক্রাইম—এই সমস্ত ছোট ছোট ইউনিটের মাধ্যমে আমরা পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। আমরা ব্যবস্থা করছি পুলিশকে একটা আধুনিক পুলিশ সাজানোর জন্য। তাদের যেখানে যে ট্রেনিংটা প্রয়োজন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলি করে যাচ্ছি।’
আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে জনবল বৃদ্ধির পাশাপাশি লজিস্টিকস সাপোর্টসহ অন্যান্য পুলিশি সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পুলিশ বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এলাকায় মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিশেষ দিনে ইমাম এবং শিক্ষকদের মাধ্যমে জনসাধারণ ও শিক্ষার্থীদের মাঝে জেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছ। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
কামাল বলেন, এ ছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ/প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে অপরাধীদের শনাক্ত করা এবং গ্রেপ্তারের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।